কবিতা

অনাবিল ছন্দ



তনুজা চক্রবর্তী


ছক ভাঙা বিকেলের ধোঁয়া ধোঁয়া গন্ধ
কেউ পায়, পায় না -
সময়টা অন্ধ।
আমি মাখি সারা গায়ে ক্ষণিকের সঙ্গ
কেউ মাখে, মাখে না -
অবুঝের রঙ্গ।
আলো তার মুছে যায় ধরে রাখি রেশটা 
কেউ পড়ে, পড়ে না -
গল্পের শেষটা।
মাখামাখি জারি থাকে অনাবিল ছন্দে
কেউ বোঝে, বোঝে না -
একরাশ ধন্ধে।
পড়ে থাকে বাকি কথা শুধু তার জন্য
কেউ জানে, জানে না -
মানেটাই অন্য।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।

লেখিকা: কবি ও গল্পকার।