ফোমো - ফিয়ার অফ মিসিং আউট
না। আমার কোনো ফোমো নেই।
কেননা আমি দৌড়ে আছি,
আমি মনেই করিনি কোনোদিন।
আমি পার্কে যেতাম প্রতিদিন।
একপাশে একটা ফাঁকা বেঞ্চ দেখে
বসে থাকতাম সেখানেই।
তোমরা দৌড়োতে খেলতে অংশগ্রহণ করতে সবকিছুতে
আমি শুধু দেখতাম চুপচাপ বসে,
এবং মনে করতাম যে; ও'টুকুই অংশগ্রহণ আমার।
সেখানে বিশেষ বিশেষ দিনে
তোমরা আরও রঙিন হয়ে আসতে!
সেদিন সন্তানেরাও সব তোমাদের সঙ্গে
সেদিন ভোরের আগেই হয়ে যেত ভোর।
আমি একবার আকাশের দিকে তাকাতাম
দেখতাম আকাশমুখী সেখানে পতাকা উড়ছে
শাদা পোশাক সব তোমাদের ছেলেমেয়েদের
লজেন্স বিস্কুট এবং আরও কত কী... তাদের হাতে।
অবশ্য সেদিন পার্কলাগোয়া বসতিবাসীদের মুখেও হাসি
ভাগ পেয়ে যেত কিছু তারাও এর।
এবং এমনি করেই কেটে গেল দিন।
সন্ধ্যা আসন্ন এখন
আজও বসেছি এসে সেই একই বেঞ্চে,
তবে আজ আমার কাজ:
পাশে গাছটার তলায় পড়ে থাকা
পাতা গোনা একটা একটা করে...
না। হারিয়ে যাওয়ার ভয় ছিল না
আমার কোনোদিন।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
লেখক: কবি, গল্পকার, প্রাবন্ধিক ও বিভিন্ন পত্রিকায় নিবন্ধ লেখক।