ম্লান হয়ে যায় আয়না-সোহাগ ভাল্লাগেনা ছবি,
ভুলের পাহাড় পেরিয়ে এসে লিখতে বসে কবি।
মনমরা তার লেখাগুলো আটকে গ্রিলের গায়ে,
পাক ধরেছে জুলপিতে আর বাতের ব্যথা পায়ে।
নতুন ফ্ল্যাটে, নতুন দিনের স্বপ্ন-মোড়া যাদের,
তাদেরও কি মন আটকে শ্যাওলা-পড়া ছাদে?
জলের পাশে নুনের দানি। শিরার পাশে ব্লেড।
তিরিশ বছর, ডায়ালিসিস। বাঁচার ভীষণ জেদ।
এসব দেখে মন ভারি হয় এই সমাজের গায়ে,
বইতে পারা ভীষণ কঠিন প্রতিশ্রুতির দায়।
বাড়তে থাকে বয়স আর সময় যখন কমে,
তখন সে লোক অতীত খোঁজে পুরোনো অ্যালবামে...
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
পরিচিতি: বিশিষ্ট কবি। বহুজাতিক সংস্থায় কর্মরত।