লেখা পাঠানোর নিয়মাবলী

ই-পত্রিকার কিছু সাধারণ নিয়মাবলী


• প্রতিটি লেখাই মৌলিক হতে হবে।

• অনলাইনে লেখা পাঠাতে হলে writeup@dotpen.in এই ই-মেইল আইডি-তে পাঠাতে হবে।

• অনলাইনে লিখতে হলে ইউনিকোড (Unicode) font-এ লিখতে হবে।

• অনলাইনে পাঠানো লেখা সংক্রান্ত কোনো ছবি অবশ্যই JPG (Joint Photographic Experts Group) ফরম্যাটে থাকতে হবে।

• ডাকযোগে লেখা পাঠাতে ২, বাঙুর অ্যাভিনিউ, ব্লক-‘বি’, কলকাতা-৭০০০৫৫, পশ্চিমবঙ্গ, ভারত এই ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর 'ডটপেন ডট ইন ই-পত্রিকা' কথাটি মোটা ও স্পষ্ট অক্ষরে লিখতে হবে।