“ডিসেম্বর মাসের নানা রূপ সারা পৃথিবী জুড়ে। শুধু তাই নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত বিভিন্ন সাজে সেজে ওঠে। কোথাও বরফে যেমন ঢেকে যায় তেমনি মরসুমি ফুলে রঙীন হয়েও ওঠে পাহাড় থেকে সমতল। বাংলার মানুষ সবসময় এরকম একটা বরফ ঢাকা দেশ স্বপ্নে দেখে - সে ভাবনা থেকে আপনাদের সূচনা সংখ্যার প্রচ্ছদটি প্রশংসাযোগ্য।“